মেরিল ট্যাঞ্জারিন শ্যাম্পু র অ্যাড দেখে মনে হয়েছিল এটা ব্যবহার করে দেখবো। এই শ্যাম্পুর বোতল টা আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছিল।
অনলাইন নাকি বাজার?
শ্যাম্পু টা খুব সহজেই পেয়েছি কসমেটিকস এর দোকানে। দাম ও বেশ রিজনেবল। ২৫০ মিলি বোতল ২৬০ টাকা।
দেখতে কেমন?
শ্যাম্পু টা দেখতে স্বচ্ছ। কোন রঙ নেই। মিষ্টি গন্ধ। সেটা অবশ্য কমলা র মতো গন্ধ নয়। থিকনেস স্বাভাবিক, যেমন হওয়া দরকার।
কাজের তো?
এবার বলছি চুল পরিষ্কার করা, রুক্ষতা, চুল পড়া ইত্যাদি বিষয় গুলো যা একজন ব্যবহার করার আগে জানতে চাইবে।আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল তেল পরিষ্কার করতে পারবে কতটা, এটা জানা। আমাদের অঞ্চলে পানিতে আয়রন আছে। তাই যে কোন শ্যাম্পু একই রকম কার্যকর না। বেশি মাইল্ড শ্যাম্পু গুলো ৩/৪ দিলেও ঠিক মতো চুলের তেল পরিষ্কার হয় না। এই শ্যাম্পু কি হবে, এটাই একটা চিন্তার বিষয় ছিল।চুল ভালো মত পরিষ্কার হয়, কোন তেল ভাব থাকে না। রুক্ষ হয় না। শুধু শ্যাম্পু ব্যবহার করলেও (যখন চুলে তেল থাকে না এবং কন্ডিশনার ব্যবহার না করলে) তেমন রুক্ষ মনে হয় নাই আমার কাছে। চুল পড়ার হার ও স্বাভাবিক ছিল। এটা বলার কারণ, কিছু শ্যাম্পু ব্যবহার করার সময় চুল পড়ার হার বেড়ে যায়।
কি পরিমাণ লেগেছে এবং ফেনা তৈরির হার কেমন?
চুলের লেন্থ অনুযায়ী যেমন প্রয়োজন হওয়ার কথা, তেমনই লেগেছে। ফেনা তৈরির হার মনে হয়েছে তুলনা মূলক কম। শ্যাম্পু টা খুব মাইল্ড না আবার হার্স ও না।চুলের ধরন অনুযায়ী একেক জনের কাছে একেক রকম মনে হতে পারে। আমার চুলের ধরন স্বাভাবিক আর আমার কাছে বেশ ভালো লেগেছে।
এটা একটা দেশী ব্র্যান্ড, যার জন্য আমার আগ্রহ বেশি ছিল। অভিজ্ঞতা ভালো, এজন্য আরও ভালো লাগছে। মন থেকে চাই আমাদের দেশী ব্র্যান্ড গুলো আমাদের সব রকম কসমেটিকস এর চাহিদা পূরণ করতে সক্ষম হোক।
👉 আপনিও যদি আমার মতো দেশী ব্র্যান্ডকে সাপোর্ট করতে চান এবং একটি ভালো মানের শ্যাম্পু খুঁজে থাকেন, তাহলে মেরিল ট্যাঞ্জারিন শ্যাম্পু একবার ট্রাই করে দেখতে পারেন। আমার অভিজ্ঞতা অনুযায়ী, এটি রিজনেবল দামে ভালো ফলাফল দিয়েছে। এখন ঘরে বসেই সহজে অর্ডার করতে পারবেন। নিচের লিংক থেকে অর্ডার করলে আপনি যেমন পাবেন অরিজিনাল প্রোডাক্ট, তেমনি আমাদের ওয়েবসাইটটিকেও সাপোর্ট করবেন।
🔗 এখানে ক্লিক করে অর্ডার করুন

