
একজন মা এর কাছে বাচ্চার প্রতিদিনের ব্যবহারের প্রতিটি জিনিস অনেক গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। নিজের সাধ্য আর প্রয়োজনের ব্যালান্স করে আমরা বাচ্চাকে সেরা টাই দিতে চাই। বেবি ডায়পার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইটেম, যা ছাড়া আমাদের প্রায় চলেই না। আমি একজন মা হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে তিনটা ডায়পার এর অভিজ্ঞতা এই ভিডিও তে জানিয়েছি। অন্য কোন মা-বাবা বা নতুন মা দের কাজে লাগবে আশা করছি। Happy parenting 💙
