বাচ্চা জন্মানোর পর থেকে প্রতিদিনই তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি হতে থাকে। জন্মের পর প্রথম ১ সপ্তাহ ওজন কিছুটা কমে যায়, এটা খুব স্বাভাবিক। ৭-১০ দিন পর আবার ওজন স্বাভাবিক নিয়মে বাড়তে শুরু করে।
সামঞ্জস্য থাকে, যদি তা না হয় তাহলে তা অস্বাভাবিক। এই ওজন ও উচ্চতা ঠিকঠাক বাড়ছে কি না তা নিয়মিত চেক করা প্রয়োজন। এই ওজন ও উচ্চতা চার্ট অনুযায়ী বাচ্চার গ্রোথ নিয়মিত চেক করা উচিত। আমরা বাংলাদেশের শিশুদের জন্য অনুমোদিত বয়স অনুযায়ী উচ্চতা ও ওজনের গ্রোথ চার্ট তুলে ধরেছি। যে কোন বাবা মা নিজেরাই এই চার্টের সাথে মিলিয়ে দেখতে পারেন আপনাদের শিশুর গ্রোথ।
কেন গুরুত্বপূর্ণ এই চার্ট?
পরিমাণ মতো খাওয়া দাওয়া, সঠিক পুষ্টি, প্রয়োজন মাফিক ঘুম এবং খেলাধুলা নিশ্চিত করে বাচ্চার সঠিক বৃদ্ধি ও বিকাশ। যদি কোন কারণে তার বৃদ্ধি ব্যহত হয়, তাহলে বুঝতে হবে বাচ্চার কোন অসুবিধা হচ্ছে বা অসুস্থতা থাকতে পারে যা প্রাথমিক ভাবে চোখে পড়ছে না।
এছাড়াও অসুস্থতা বা অযত্ন, মানসিক অবসাদ ইত্যাদি কারণেও এই বাচ্চার গ্রোথ বাঁধা পায়।

