বাচ্চার জন্য ওয়াশেবল ডায়পার এর ব্যবহার অনেক পুরনো। শুধুমাত্র আমাদের দেশে নয়, বলা যায় বিশ্বব্যাপী। ১৮৮৭ সালে মারিয়া আ্যলেন নামের একজন মহিলা প্রথম বানিজ্যিক ভাবে কাপড়ের ডায়পার এর প্রচলন শুরু করেন। এর আগে থেকেই প্রাচ্যের মায়েরা তাদের বাচ্চাদের জন্য বড় কাপড়ের রুমাল বেশ কায়দা করে ভাজ করে প্যান্টের মতো পরিয়ে দিতেন। সেটা অবশ্যই বেশ মোটা আস্তরণ থাকতো। সেই কাপড়ের ডায়পার ই কালক্রমে আজকে ওয়াশেবল ডায়পার হিসেবে পরিচিত।
ছোট করে এক কথায় বলল – যে ডায়পার ব্যবহারের পর পরিষ্কার করে, শুকিয়ে আবার ব্যবহার করা যায় সেটাই ওয়াশেবল ডায়পার।
প্রথমেই যে প্রশ্ন আসবে -এই ডায়পার এর সুবিধা কি? আমরা তো অনেক ভালো ভালো ডায়পার ব্যবহার করি। নামি দামি ব্র্যান্ডের ডায়পার ছেড়ে এই ওয়াশেবল ডায়পার এর ঝামেলা নিতে যাবো কেন?
খুবই সত্যি কথা। এই ডায়পার মেইনটেইন করা কিন্তু আসলেই কষ্ট সাপেক্ষ। উল্টো দিকে হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সাশ্রয়ী দামে ভালো ডায়পার পাওয়া যায়। যার ফলে ২৪ ঘন্টা বাচ্চাকে ডায়পার পরিয়ে রাখা এখন স্বাভাবিক বিষয়। তাহলে কেন আপনি ওয়াশেবল ডায়পার ব্যবহার করবেন?! বিষয় টা সম্পূর্ণ চিন্তা ভাবনার বা মায়ের নিজের অনুভব এর। একটা ছোট্ট বাচ্চাকে আমরা সর্বোচ্চ আরামে রাখার জন্য সব কিছু করার চেষ্টা করি। ভিজে কষ্ট পাবে এটা ভেবে ডায়পার পরিয়ে রাখি। ডায়পার চেঞ্জ করি। তাকে ফ্রেশ করি। তবে ওদের নিজস্ব অনুভূতি কেও কিন্তু প্রাধান্য দেয়া দরকার।

ডায়পার টা কেমন?
ওয়াটার প্রুফ একটা কাপড়ের দুই পাশে বোতাম আটকিয়ে প্যান্টের মতো শেপ দেয়া। এর মাঝে নরম কাপড় ২/৩ লেয়ার দিয়ে বেবিকে প্যান্টের মতো পরিয়ে দিতে হবে। হিসু বা পটি যাই করুক লিক করে না। মা কে সচেতন থাকতে হয়, প্রতিবার হিসু করার সাথে সাথে চেঞ্জ করে ফেলতে হবে। পরবর্তী তে কাপড়ের প্যাড বা সুতি কাপড় গুলো ধুয়ে ফেলে আবার ব্যবহার করা যাবে একই ভাবে, যতদিন সেগুলো চলবে।
একটা বেবির জন্য কয়টা ডায়পার প্রয়োজন?
৮/১০ টা বা ওয়াশেবল ডায়পার গরমের সময় প্রায় সারাদিন সাপোর্ট দিয়ে দেয়। আর ভেতরের যে কাপড়ের ন্যাপি দিতে হয় তা প্রায় ১৫/২০ টা দিনে লেগে যায়। বাচ্চা বিশেষে কম বেশি হয়ে পারে।
কি সুবিধা ?
গরমের সময় বাচ্চা আরাম পায়। বাড়িতে থাকার সময় ওয়াশেবল ডায়পার ব্যবহার করলে বাচ্চা বেশ ফ্রি ফিল করে। আর রেগুলার চেঞ্জ করা হয় বলে বেবির পটি টাইমের ওপর একটা ধারণা চলে আসে, ফলে ওকে কখনও কখনও ফ্রি করে রাখা যায়। এতে করে বাচ্চা চলা ফেরা, খেলা ধুলা করে খুব আরাম পায়। এরই সাথে কিছুটা পটি ট্রেনিং ও হয়ে যায়।
সীমাবদ্ধতা গুলো কি কি?
এই ডায়পার বাইরে যাওয়ার সময় ব্যবহারে সুবিধাজনক না। যখন বাড়িতে থাকছেন বা ঘরে থাকছেন তখনই কেবলমাত্র এটা ব্যবহার করে আরাম পাবেন। এই ডায়পার ব্যবহারের ক্ষেত্রে আলাদা করে শ্রম দিতে হয়,তা হলো কাপড় ধোয়া। মা নিজে হোক বা অন্য কারো সাহায্যে কাপড় গুলো সময় মতো পরিষ্কার করে ধুয়ে ফেলা উচিত। এই জন্য হয়তো ব্যস্ত মায়েরা এই ডায়পার ব্যবহার করতে চাইবেন না। তারপর ওয়াশেবল ডায়পার এর ব্যবহারের জনপ্রিয়তা যথেষ্ট আছে। মার্কেটের বড় বড় বেবি শপ বা কসমেটিকস শপে খোঁজ করলেই পাওয়া যায়। আবার ফেসবুকের বিভিন্ন পেজ ওয়াশেবল ডায়পার এর প্রোমো করে।
আসলে বাবা- মা’র কাছে বাচ্চার কম্ফোর্ট ফাস্ট প্রায়োরিটি। সাধ্য আর সামর্থ্যের মধ্যে থাকলে কোন কিছুই আটকায় না। এজন্যই হয়তো অনেক সীমাবদ্ধ তা থাকার পরও মায়েরা বাচ্চার জন্য এই ওয়াশেবল ডায়পার গুলো ব্যবহার করে।

