রেইনি পার্ক- এটা সম্ভবত রাজশাহীর প্রথম এবং এখনো জনপ্রিয়তার সাথে চলমান ইনডোর প্লে জোন। একটু ছোট পরিসরে, কিন্তু বেশ কিছু আকর্ষণীয় রাইড আছে। সাথেই আছে রেস্টুরেন্ট। চাইলে বাচ্চাকে প্লে গ্রাউন্ডে দিয়ে রেস্টুরেন্টে বসে সেখান থেকেই সরাসরি দেখতে পারবেন বাচ্চাকে। এই প্লে গ্রাউন্ডে প্রবেশের জন্য এবং রাইড গুলোর জন্য আলাদা আলাদা করে টিকিট কিনতে হয়।