Nivea Milk Delights Prone Skin Face Wash User Review

এই ফেসওয়াশ টি মূলত যাদের স্কিনে ব্রণের দাগ আছে অথবা পোর এর সমস্যা বেশি তাদের জন্য। Nivea Milk Delights Turmeric for Acne Prone Skin Face Wash এর পাশাপাশি nivea কোম্পানির আরো কিছু টাইপের ফেসওয়াশ বাজারে আছে – Rose for sensitive skin, Honey for Dry skin, Besan for oily skin, Saffron for normal skin।

কতদিন ব্যবহার করেছি ?
আমার স্কিনে কিছু ব্রণের দাগ এবং পোর এর সমস্যা থাকায় আমি turmeric for Acne prone skin টা বেছে নেই। আমি প্রায় ৩-৪ মাস এই ফেসওয়াশ ব্যবহার করছি। এই ফেসওয়াশটির টেক্সচার হোয়াইট কালারের ক্রিম বেসড সাথে হালকা মিষ্টি ঘ্রাণ।এই ফেসওয়াশ ব্যবহার এর পরপর স্কিন অনেক ড্রাই হয়ে যায় এবং টান টান অনুভব হয়।

Prone Skin এ কেমন কাজ করে ?
এখানে পোর কমানো বা ব্রণের দাগ এর কথা বললেও আমার পোর এর সমস্যার কোনো সমাধান লক্ষ্য করিনাই। তবে এটি ব্যবহার এর সময় আমার ব্রন তেমন হয়নাই অনেকটা কমে গেছে এর পাশাপাশি এর ব্যবহারে আমার কোন সাইড ইফেক্ট ও দেখা দেয়নি। সর্বোপরি বলা যায়, নরমাল ক্লিনজিং ফেসওয়াশ হিসাবে এটি ভালো। আর এই ফেসওয়াশটি অয়েলি স্কিন এর জন্য তুলনামূলক বেশি ভালো। এছাড়াও আমি rose for sensitive skin এই ফেসওয়াশটিও ব্যবহার করেছিলাম আমার কাছে turmeric এর তুলনায় rose বেশি ভালো লেগেছিল। ওটা স্কিনকে সফট রাখত কোনো ড্রাইনেস ফিল হতো না ব্যবহারের পর এবং আমার ব্রণও কমে গিয়েছিল।

এই ফেসওয়াসটি আমি নরমাল রিটেনলার শপ থেকে কিনেছি। এটার ১০০ ml এর দাম ছিল ২৮০ টাকা। যেহেতু আমরা সবাই Nivea কে একটি ভালো ব্র্যান্ড হিসেবে জানি সে তুলনায় আমরা কাছে দাম সাধ্যের মধ্যে মনে হয়েছে।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *