এখন আমরা যারা বাবা মা তাদের ছোট বেলাতেও মেরিল বেবি লোশন ছিল। একই রকম দেখতে প্রায় একই রকমেরই আছে লোশনটা। তবে এখন আরও অনেক দেশি বিদেশি ব্র্যান্ড বাজারে এসেছে। আমার বেবি হওয়ার পর বেবির জন্য লোশন আমি মেরিল বেবি লোশন নিয়েছিলাম। লোশন টা আমার কাছে কেমন লেগেছে, কেন ব্যবহার করেছি এই ব্যাপার গুলো আমি এখানে জানাবো।
যে বিষয় গুলো ভেবে আমি দেশি বেবি লোশন কিনেছিলাম –
- বিদেশি প্রোডাক্টের আধিক্য যেমন আছে, নকল প্রসাধনীও সে রকম ছড়িয়ে আছে। এটা ছিল প্রথম ভয়।
- ২য় বিষয়, প্রত্যেক টা দেশ যখন একটা বেবি প্রোডাক্ট বানায়, তখন তাদের দেশের আবহাওয়া এবং সেই দেশের শিশুর ত্বক কেমন ও তার জন্য কোনটা ভালো হবে এই বিষয় গুলো গুরুত্ব দিয়ে প্রোডাক্ট বানায়। সে হিসেবে কোন দামী বিদেশি প্রোডাক্ট ই আমাদের দেশের শিশুর ত্বক বিবেচনা করে বানানো না এবং নকল হওয়ার সুযোগ কম। সে ক্ষেত্রে আমার কাছে মেরিল বেবি লোশন ই ভালো মনে হয়েছে। ( মেরিল ছাড়া আর অন্য কোন দেশি বেবি লোশন এর নাম আমার জানা ছিল না।)
- ৩য় বিষয় হলো, বাচ্চাকে প্রসাধনী হিসেবে শুধু লোশন ছাড়া আর অন্য কিছু ব্যবহার করি নাই। ওর স্কীন টা একটু যত্নে থাকবে এটাই একমাত্র উদ্দেশ্য ছিল। রঙ ফর্সা করার উদ্দেশ্য আমার ছিল না।
এসব চিন্তা ভাবনা থেকে এই মেরিল বেবি লোশন কিনেছিলাম।
কেমন মনে হয়েছে আমার কাছে?
- লোশনের গন্ধ খুব ভালো লাগে। একটা হালকা মিষ্টি সুবাস, যা একদম বাচ্চা সুলভ।
- ময়েশ্চারাইজিং টাও ঠিক ঠাক লেগেছে। যেটুকু হলে বাচ্চার ত্বক টা খুব সুন্দর নরম থাকে। গোসলের পর দিয়ে দিলে সারাদিন চলে যায়। আবার সন্ধ্যার বা রাতে দিয়ে দিতাম যদি মনে হতো।
- রঙ ফর্সা করে না। আবার স্বাভাবিকের তুলনায় কালো ও হয় না।
কিছু বিষয় উল্লেখ্য : বাচ্চার ত্বকে কোন রকম অসুবিধা আমি পাই নাই। আমার জানামতে এই লোশন ব্যবহার করে কারো কোন অসুবিধা হয় ও না।
Meril Baby Lotion Price
তবে হ্যাঁ, আপনি যদি বাচ্চাকে অন্য কোন লোশন ব্যবহার করার পর এই লোশন ব্যবহার শুরু করেন। সময়ের কোন ব্যবধান না রেখেই লোশন পরিবর্তন করেন, সেক্ষেত্রে ত্বকে সামান্য অসুবিধা দেখা দিতে পারে। আবার, ত্বকের সেনসিটিভিটি তো থাকতেই পারে, সে বিষয় টাও খেয়াল করবেন ।
এক কথায় আমার এই বেবি লোশন বেশ ভালো লেগেছে। এরপর, বেবি একটু বড় হওয়ার পর আরও দুই টা লোশন ব্যবহার করে ছিলাম। সেগুলো কোন টাই আমার কাছে মেরিল বেবি লোশন এর মতো পারফেক্ট মনে হয় নাই। সেগুলো বিদেশি লোশন ছিল, তাই অনেক ভাবে তুলনা করে বোঝার চেষ্টা করছি যে সেগুলো কতটা উন্নত, আর আমাদের দেশি পণ্য কতটা পিছিয়ে?
উল্লেখ করার মতো তেমন কোনো পার্থক্য আমার চোখে পড়ে নাই।

