দক্ষতা উন্নয়নে প্রশিক্ষনের কোন বিকল্প নেই ।সেই লক্ষ নিয়ে জাতীয় মহিলা সংস্থা ও বিভিন্ন এনজিও এবং নারি উন্নয়ন মূলক সংস্থাগুল,অবহেলিত, বেকার মহিলাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে ।জাতীয় মহিলা সংস্থা মানব সম্পদ উন্নয়ন, আর্থ- সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংস্থার ৬৪টি জেলা ও ৫০টি উপজেলা শাখার মাধ্যমে ০৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এ সকল প্রকল্পের মাধ্যমে শহর অঞ্চলের দরিদ্র, বেকার, অসহায়, বিত্তহীন নারি দের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।এই প্রকল্প গুলই বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম যা বিভিন্ন ট্রেড কোর্স পরিচালন করে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন ট্রেডের তালিকাঃ
| ক্রমিক নং | ট্রেডের নাম |
| ০১ | কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন |
| ০২ | বেসিক কম্পিউটার |
| ০৩ | দর্জি বিজ্ঞান |
| ০৪ | ব্লক বাটিক এন্ড টাইডাই |
| ০৫ | এমব্রয়ডারী |
| ০৬ | হাউজ কিপিং এন্ড কেয়ার গিভিং |
| ০৭ | বিউটিফিকেশন |
| ০৮ | আধুনিক গার্মেন্টস (অনাবাসিক) |
| ০৯ | মাশরুম ও জৈব চাষাবাদ |
| ১০ | পেষ্টি এন্ড বেকারী প্রোডাক্ট |
| ১১ | ড্রেস মেকিং এন্ড টেইলারিং |
| ১২ | হার্টিকালচার এন্ড নার্সারী |
| ১৩ | মোবাইল ফোন সার্ভিসিং |
| ১৪ | ক্যাটারিং |
| ১৫ | ফ্যাশান ডিজাইন |
| ১৬ | ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট |
| ১৭ | টেইলারিং |
| ১৮ | মটর ড্রাইভিং |
| ১৯ | ভার্চুয়াল ট্রেইনিং |
| ২০ | বি এন্ড মাশরুম কাল্টিভাশন |
| ২১ | বিজনেস ম্যানেজমেন্ট |
| ২২ | এগ্রিকালচার মেশিন মেইন্টেন্যান্স |
| ২৩ | ইলেকট্রিশিয়ান |
| ২৪ | ফুড প্রসেসিং এন্ড প্রিজারভেশন |
| ২৫ | ইলেকট্রনিক্স এ্যাসেম্বলিং |
| ২৬ | ইন্ডাস্ট্রিয়াল সুয়িং মেশিন অপারেটর |
| ২৭ | সোপিস এন্ড হ্যান্ডিক্রাফট মেকিং |
| ২৮ | ব্যাগ মেকিং |
| ২৯ | বক্স মেকিং এন্ড প্যাকেজিং( কাগজের ঠোঙ্গা, বক্স, ব্যাগ, খাম প্রভৃতি তৈরী) |
| ৩০ | কম্পিউটার সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
| ৩১ | এসি সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
| ৩২ | মাইক্রোওভেন সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
| ৩৩ | টিভি সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
| ৩৪ | রেফ্রিজারেটর সার্ভিসিং এন্ড রিপেয়ারিং |
| ৩৫ | চামড়াজাত শিল্প |
| ৩৬ | সাবান ও মোমবাতি |
| ৩৭ | পোলট্রি |
| ৩৮ | মোমবাতি তৈরি |
প্রশিক্ষনে আবেদন ও এর সময়কালঃ
এই ট্রেড কোর্সগুলোতে প্রশিক্ষণ নিতে চাইলে প্রার্থীকে এসএসসি/অষ্টম পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।আবেদনপত্রে প্রার্থীদের ট্রেড উল্লেখপূর্বক নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্ম তারিখ,শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জন্মনিবন্ধনের সনদপত্র, আবেদনকারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে।এই কোর্সগুল ৩/৪ মাস মেয়াদী হয়ে থাকে।কোর্স শেষে প্রার্থিদের সনদ ও নগদ অর্থ দিয়ে থাকে ।আবেদন সর্ম্পকে বিস্তারিত জানতে জাতীয় মহিলা সংস্থা্র ওয়েবসাইটি ভিসিট https://jms.gov.bd/ করতে পারেন উন্নয়ন কার্যক্রমসুমহে নারীর কার্যকরী অংশগ্রহন নিশ্চিত করতে হবে।বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা নারী। এ অর্ধেক জনগোষ্ঠীকে কার্যক্রমের বাইরে রেখে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়।নারীকে প্রতিষ্ঠিত করতে হলে দক্ষতা বৃদ্ধি ছাড়া কোন বিকল্প নেই ,দক্ষতাকে কাজে লাগিয়ে নারীরা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

