নেক্সাস পার্ক-এই পার্ক টা বর্তমানে সব থেকে বড় ইনডোর প্লে জোন রাজশাহীতে। এর সাথেও রেস্টুরেন্ট আছে একই ফ্লোরে, তবে পার্টিশন দিয়ে আলাদা রাখা হয়েছে। এর জায়গা বড়, ফলে বাচ্চার সাথের গার্ডিয়ানদের ভেতরে বসার ব্যবস্থা আছে। এই প্লে জোনে শুধুমাত্র এন্ট্রি টিকিট কিনতে হয়। ভেতরে সব রাইড বাচ্চারা নিজেদের পছন্দ মতো এনজয় করতে পারবে। আলাদা টিকিট এর প্রয়োজন নেই।