Vicks BabyRub ব্যবহারের অভিজ্ঞতা। বাবুর সর্দি, কাশি, ঠান্ডা তে

বাচ্চার সর্দি -কাশি আমাদের জন্য একটা আতংকের নাম। কারণ, এর তেমন কোন বড় ক্ষতি নেই,ওষুধ সামান্য, ২/৪ দিন পর এমনিতেই সেরে যায়। কিন্তু, একেবারে নাজেহাল করে ছাড়ে ছেলে -বুড়ো সবাই কে।  আমরা সব সময়ই চাই সর্বোচ্চ সতর্ক থাকতে, যেন বাচ্চা সুস্থ থাকে। তারপরও, অসুখ বিসুখ আমাদের হাতে নেই। হুটহাট ঠান্ডা লেগেই যায়। 

ঘরে সবসময় এমন কিছু মেডিসিন থাকা জরুরি যেন রাতবিরাতে বাইরে বেরিয়ে ওষুধ খুঁজতে যেতে না হয়। কারণ, বাচ্চাদের ঠান্ডা লাগলে তা রাতেই বেশি প্রোকপ আকার ধারণ করে। 

যেমন – সর্দি হলে নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে অনবরত পানি পড়ে, একটু কাশি হয় কখনও। যারফলে বাচ্চা ঘুমাতে পারে না। এই অসুবিধার ফলে বাচ্চা বারবার কেঁদে ওঠে, তার কষ্ট হয়। বাবা- মা’দের জন্য তা আরও কষ্ট কর। কারণ, আমরা কোন অবস্থাতেই চাই না বাচ্চা টা কষ্ট পাক। সমাধান করতে না পারলে আমরা আরও অসহনীয় অবস্থায় পড়ে যাই।

Baby Rub আসলে কেমন কাজ করে ?

একজন বিশেষ শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে জ্বর-সর্দির ওষুধ ঘরে রেখে দিতে পারেন। তারপরও দেখা যায়, নাক বন্ধের জন্য বাচ্চা ঠিকঠাক ঘুমাতে পারে না। এই সমস্যার সমাধান হিসেবে আমি ভিক্স বেবি রাব ব্যবহার করি। এই বেবি রাব আসলে কতটা কার্যকর সেটাই নিজের অভিজ্ঞতা থেকে জানাচ্ছি। 

দেখতে কেমন? 

কিছুটা স্বছ সাদা বর্ণের খুব হালকা ঘনত্বের একটা মলম টাইপের রাব। এটা মূলত বাচ্চার বুকে আর পিঠে মালিশ করার নির্দেশনা লেখা আছে। গন্ধটাও খুব হালকা। গন্ধ শুকলেই বোঝা যায়, এটা বড়দের জন্য কার্যকর নয়। 

ব্যবহার বিধিতে লেখা আছে ফেসে ব্যবহার করা যাবে না, অর্থ্যাৎ নাক বা কপাল এই জায়গায় ব্যবহারের জন্য নয়।

আমি কিভাবে ব্যবহার করেছি?

বাচ্চার সর্দির সময়, যখন বারবার নাক বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ওর বুকে আর পিঠে মালিশ করে দিয়েছিলাম। প্রথমবার ব্যবহার এর সময় অল্প পরিমাণে নিয়েছিলাম। রিয়্যাকশণ বোঝার জন্য। দেখলাম যে না, আল্লাহর রহমতে কোন অসুবিধা হয়নি এবং বাচ্চা ঘুমাতে পারলো। 

এর পরবর্তীতে ব্যবহারের সময় পরিমাণ আরেকটু বাড়িয়ে নিয়েছিলাম। আর কখনও কখনও আঙুলের ডগায় নিয়ে নাকের সামনে ধরি, যেন একটু গন্ধটা নাকে লেগে নাক খুলে যায়। একটু আরাম পায়। তবে কখনওই সরাসরি নাকের সামনে বা কপালে প্রলেপ দেইনি। 

কত মাস বয়সী বাচ্চা ব্যবহার করতে পারবে?

প্যাকের গায়ে লেখা আছে নিউবর্ণ বেবিও ব্যবহার করতে পারবে।  আমি অবশ্য বাচ্চার দুই বছর বয়সে এসে প্রথম ব্যবহার করলাম এই বেবি রাব টা। এর আগে যখন বাবুর সর্দি হয়েছে তখন ঘরোয়া রেডিমিতেই কাজ চলে যেত। আমার এক বড় আপু অনেক আগেই ভিক্স বেবি রাব এর কথা বলেছিলেন। বলেছিলেন যে, এই রাব টা ব্যবহার করে উনি উপকার পেয়েছিলেন, তাই হাতের কাছেই রাখেন। বিশেষ করে যখন বাচ্চা নিয়ে বাইরে বেড়াতে যান। সেই শুনে রাখা কথাটাই আমার কাজে লেগেছে এখন। তাই অভিজ্ঞতা টা আপনাদের সাথেও শেয়ার করলাম, অন্য কোন বাবা- মা’র কাজে লাগতে পারে।

কোথায় পাবেন আর সাইজ কেমন?

 ভিক্স বেবি রাব ফার্মাসি সহ বড় বড়  কসমেটিকস এর দোকানেও পাবেন। বিভিন্ন রকম সাইজ আছে। আমি ২৫ গ্রাম সাইজ এর টা কিনেছি। এর দাম হয়েছিল….. 

আবহাওয়া পরিবর্তনের সময় বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষই কিছুটা ঠান্ডায় আক্রান্ত হয়ে পড়েন। বাচ্চাদের বিশেষ যয়ন নিন।কারণ, উনারা তো ভালো মন্দ বোঝেন না, আবার বোঝাতে গেলেও রেগে যান। কিছু করার নেই, এভাবেই আমাদের চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হয় সব সময়। পাশাপাশি বাড়ির বয়স্ক মানুষের প্রতিও যত্নবান হোন। 

 

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *