বেশ লম্বা একটা সময় মুখের বিশেষ কোন যত্ন নেওয়া হচ্ছিল না। মুখে ব্যবহারের জন্য একটা ক্রীম কেনার কথা মনে হলো। ভাবলাম বাজারে যে দেশীয় ক্রীম গুলো পাওয়া যায়, এই রকম ই একটা ক্রীম কিনবো। বাজারে যে দেশীয় ক্রীম গুলো পাওয়া যায়, তারমধ্যে গ্লো অন ক্রীম টা আমার কাছে নতুন ছিল। আগে ব্যবহার করা হয়নি, তবে আ্যড দেখেছি। এই ক্রীম টাই কিনে নিলাম।
Table of Contents
- Usefulness of Glo On Cream
- Does Glo on cream reduce skin marks?
- How many times should use Glo on cream?
এটা স্নো এর মতো । তবে ড্রাই টাইপ না। লাইট পিংক রঙের। সাথে একটা মিষ্টি গন্ধ আছে। ব্যবহারের সময় গন্ধটা বেশ কড়া লাগে। তবে পরে সেটা অনেক টা হালকা হয়ে যায়। ক্রীম টা ও মুখে মিলিয়ে যায়। জায়গায় জায়গায় জমে থাকে না।
আমার মুখে স্যুট করেছিল, তাই মুখে ক্রীম মাখার পরে কোন অসুবিধা বা স্কীন প্রব্লেম হয় নাই।

কি কি উপকার পেয়েছি?
ক্রীম ব্যবহারের পর একটা ইন্সট্যান্ট গ্লো আসে। বাইরে বের হওয়ার সময় ,বিশেষ করে রাতের বেলা বের হওয়ার সময় এই ক্রীম টা ব্যবহার করে বের হওয়া যেত।
নিয়মিত ব্যবহার করলে, মুখের যে অযত্ন ভাব সেটা কমে গিয়েছিল। এছাড়া বিশেষ কোন পরিবর্তন চোখে পড়েনি।
দাগ ছোপ কম করে?
দাগ ছোপ কমানোর ক্ষেত্রে আমার কাছে কার্যকর মনে হয়নি। রোদে বের হওয়া হয়না সচরাচর। তাই রোদে যাওয়ার সময় এই ক্রীমের ব্যবহার কতটা কার্যকর তা বলতে পারছি না।
একটা প্রশ্ন মনে আসতে পারে, ডেইলি রুটিনে ক্রীম টা কতখানি ব্যবহার উপযোগী?
আমার যা মনে হয়েছে, স্কীন কেয়ারের ডেইলি রুটিনে ক্লিনিজিং খুব গুরুত্বপূর্ণ। নিয়মিত ত্বক পরিষ্কার করা, ধুলা, ময়লা, ঘাম এসব থেকে ত্বক কে বাঁচিয়ে রাখা খুব দরকার।
এরজন্য ফেস ওয়াস, স্ক্রাব এবং ফেস প্যাক বেশি গুরুত্বপূর্ণ। যার কাছে যেটা সহজ এবং সুবিধা সে সেভাবে নিজের স্কীন কেয়ার রুটিন টা সাজিয়ে নেয়।
ত্বক যদি পরিষ্কার থাকে। ব্রণ বা অন্য কোন স্কীন প্রব্লেম না থাকে, তাহলে বেসিক একটা ক্রীম থাকলেই যথেষ্ট।
সেই দিক থেকে বিবেচনা করলে এই ক্রীম টা আমার কাছে ব্যবহার উপযোগী মনে হয়েছে।
তবে যারা উচ্চ মানের স্কীন কেয়ার রুটিনে চলেন, যেমন মাসে দুই বার ফেসিয়াল, ২/৩ দিন অন্তর অন্তর বিভিন্ন রকম ফেসপ্যাক। বাইরে বের হলেই মেক আপ নিয়ে চলেন এবং বিদেশি কস্মেটিকস ব্যবহারে অভ্যস্ত তাদের জন্য পছন্দসই নয়।

