About

একজন মা, একজন মেয়ে হিসেবে নিজের অভিজ্ঞতা গুলো শেয়ার করার জন্য আমার এই পেজটি। এখনে মূলত দুই ধরনের অভিজ্ঞতা শেয়ার করি, ১. বেবি এন্ড বিউটি কেয়ার প্রোডাক্ট, ২. বাচ্চা পালনের ক্ষেত্রে বেসিক জ্ঞান। নিজের এবং বাচ্চার জন্য যে কসমেটিকস গুলো ব্যবহার করি সেগুলো ব্যবহারের পর কেমন ফলাফল পেয়েছি তা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে প্রকাশ করি।

একই রকম করে বেসিক কিছু বিষয় যা মনে হয় শেয়ার করার মতো তাও শেয়ার করি ভিডিও বানিয়ে। পাশাপাশি এই পেজে লিখে অনেক মতামত প্রকাশ করি। এই মতামত প্রকাশ করার উদ্দেশ্যে একটাই, আমার অভিজ্ঞতা থেকে যদি অন্য কেউ উপকৃত হয়, সেটা আমার জন্য অনেক আনন্দের বিষয় হবে। বলা হয় কষ্ট ভাগ করলে কমে, আর ভালোবাসা ভাগ করলে বাড়ে। ভালোবাসা, যত্ন, প্রয়োজন যেটাই হোক, সবার সাথে শেয়ার করে নেওয়ার উদ্দেশ্যেই এই Sharing is Caring ।