শিশুর নতুন দাঁত উঠছে মেনে চলুন কিছু পরামর্শ।

শিশুর জন্মের ৫ মাস থেকে ১২ মাসের মধ্যো  নতুন দাঁত উঠে,অনেকের আবার  দেরিতে উঠতে দেখা যায় এতে চিন্তার কিছু নেই প্রায় বাচ্চাদের এটি হয়ে থাকে কিন্তু ডক্টরের মতে ১৮ মাসের বেশি হয়ে গেলে দাঁত না উঠলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে।সাধারনত এটীকে আমরা দুধ দাঁত বলে থাকি।নতুন দাঁত উঠা আপনার শিশুর বিকাশের একটি স্বাভাবিক অংশ। এটি সেই প্রক্রিয়া যার  মাধ্যমে আপনার শিশুর মাড়ির মধ্য দিয়ে নতুন দাঁত উঠে।বাচ্চারা যখন এই পক্রিয়ার মধ্যো দিয়ে যায় প্রায় কিছু শারীরিক পরির্বতন দেখা যায়,মায়েরা এটি নিয়ে প্রায় চিন্তা করেন।

নতুন দাঁত উঠার কছু লক্ষনঃ

এই সময় বাচ্চাদের মুখে বেশি পরিমানে লালা ঝরতে দেখা যায় বাচ্চার মাড়ি ফুলে থাকে আবার ব্যাথা থাকতে পারে অনেকের আবার কিছু খেত্রে জ্বর হয়ে থাকে।বাচ্চার খাওয়া কমে যায় ,রাতে ঘুমাতে সমস্যা দেখা দেয়।বাচ্চা কান্নাকাটি করে অনেক সময় বমি করে।শরীর ঝিমঝিম এবং বাচ্চার মেজাজ খিটখিটে হতে পারে।কিন্তু এই সমস্যাগুলি সাময়িক অনেকের আবার কোন লক্ষন দেখা যায় না।দাঁত উঠার সাথে সাথে সমস্যাগুলি ঠিক হয়ে যায়।তাই ভয়ের কিছু নেই।লক্ষনগুলি দীর্ঘমেয়াদি ও বেশি সযস্যা করলে চিকিৎসকের পরামর্শ নিন।

বাচ্চাদের নতুন দাঁত উঠার সময় যে খেয়ালগুল রাখতে হবেঃ

  • দাঁত উঠার সময়ে শিশুদের মধ্যে কামড়ানোর প্রবণতা বাড়ে ও অস্বস্তি অনুভব করে। মাড়ি কিড়মিড় করে,চিকিৎসকের পরামর্শে কামড়ানোর খেলনা দিতে পারেন এবং অবশ্যয় খেলনাগুল পরিষ্কার হতে হবে।বিভিন্ন আকর্ষণীয় কামড়ানোর খেলনাগুলো নিজের পছন্দমতো বাচ্চার জন্য বেছে নিন https://rkmri.co/NARASNl2yoN2/
     
  • নতুন দাঁত দেখা দিলে আপনি খাবারের পরে একটি গজ প্যাড বা ওয়াশক্লথ দিয়ে আলতো করে তাদের মাড়ি মুছতে পারেন।এতে করে মাড়ি পরিস্কার থাকবে।
  • সুতি কাপর বা গজ ভিজিয়ে ফ্রিজে রেখে দিন বাচ্চার মাড়ি ব্যাথা হলে বা  কিছু কামড়াতে চাইলে ফ্রিজ থেকে বার করে সেই কাপড় চিবোতে দিন,শিশুর আরাম লাগবে।
  • বাচ্চা বড় হওয়ার সাথে সাথে তাকে নিজের দাঁতের যত্ন করার শিক্ষা দিন।দিনে দুই বার দাঁত ব্রাশ করতে বলুন এবং দাঁতের যত্নের গুরত্ব আলোচনা করুন।
  • শিশুর দাঁতের ক্ষতি হয় এমন খাবারগুল এরিয়ে চলুন যেমনঃমিষ্টি জাতীয় খাবার ,চকলেট।

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *