এই যে দুই দিন বাদে খেয়াল হলো, নারী’র জন্য যে একটা বিশেষ দিন আছে। তার অন্যতম কারণ হলো, নিজের রুটিনে নিজের জন্য নির্দিষ্ট সময় না থাকা। বেশির ভাগ মেয়ে, বিশেষ করে যারা সংসারে আবদ্ধ, তাদের নিজের জন্য নির্দিষ্ট কোন সময় নেই। যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছেন, তাদের কথা কিছুটা আলাদা। তবে ঘরের লক্ষ্মী যারা, তাদের তো প্রায়ই চুল আঁচড়ানো হয় না। নিজের যত্ন নেয়া হয় না।
এর কারণ কি? সবজান্তা হয়ে বলছি না। শুধুমাত্র নিজের অভিজ্ঞতা থেকেই আমার যা ধারণা তা হলো, আমরা কেন যেন, কোন না কোন বাহানায় নিজেকে ভুলতে ভালোবাসি। সংসারের হাজার কাজের ওযুহাত আছেই। এতে কোন সন্দেহ নেই। স্বামী, বাচ্চা, শ্বশুর শ্বাশুড়ি থাকলে তো চ্যাপ্টার আরও লম্বা হয়ে যায়। তারপর ও বলবো, আমার মনে হয় আমিই নিজের যত্ন নিতে শিখিনি। নিজের জন্য সময় বের করতে পারিনা। নিজের যত্ন, মূল্যায়ন সব কিছুতেই পিছিয়ে থাকার দ্বায় পুরোটাই আমার।
আমি ৫০/৬০ বছর বয়সী নারীদের দেখেছি, সংসারে তারা কতটা দক্ষ। নিজের মতের অমিল তারা সচরাচর হতে দেন না। নিজের যত্ন বলতে তারাও তেমন বিশেষ কিছু খোঁজন না। কেউ কেউ তো পছন্দ মতো কাপড় ও কিনতে যান না। মেয়ে/ স্বামী যা এনে দেন তাই সই। সংসারে সমস্ত ছোট /বড়, খুটি-খাটি বিষয় নিয়ে তাদের দিন চলে যায়। এনাদের দক্ষতা সংসার সামলানো তেই। রান্না ঘরের কর্তৃত্ব বা ঘরদোর সাজানোর বা সামলানোর ক্ষেত্রে অন্য কেউ তাদের রেখা কাটাতে পারবে না।
এত সাদাসিধা জীবন যাপন যার, সে কি করে কোন কথা না বলে, উচ্চবাচ্য না করে ঠিক সুনিপুণ ভাবে সব সামলে নিতে পারে?! কি বলবেন এ ক্ষেত্রে? তাদের ইচ্ছে শক্তি বা কাজের প্রতি ভালোবাসা।
পয়েন্ট এখানে “ভালোবাসা”। তিনি ভালোবাসা এবং সময় দিয়ে এই অবস্থান তৈরি করেছেন। একদিনে বা এমনিতেই হাওয়ায় ভাসতে ভাসতে এমন অদৃশ্য ব্যক্তিত্ব তৈরি হয়না।
ঠিক তেমনই আমি নিজেকে ঠিক মতো সামলে নিয়ে চলতে পারিনা বলেই আমার জন্য আমার সময় নেই। “ভালোবাসি” না নিজেকে। একদমই না। চাইলে তো ঠিকই নিজেকে একটু “cheer-up” করতে পারি। হয়তো খুব একটা সহজ হবে না বা একদিনে অভ্যাস গড়ে ওঠে না। কিন্তু, জেদি হয়ে চেষ্টা করলে তো কিছু না কিছু অস্বীত্ব দাঁড়িয়েই যাবে। নিজের ভালোলাগা গুলো বোকার মতো অন্যের মাঝে খুঁজি। নিজের ঘড়িতে অন্যের জন্য সময় রাখি। নিজের স্পেশাল সময়টাও অন্যের থেকে আশা করি। তাই তো সময় মতো অনেক কিছুই ভুলে যাই।
তাই কি?!
কথা গুলো আমার মতো যারা তাদের সবার জন্য লিখলাম। ![]()

