চুলের ধরণ অনু্যায়ী সঠিক শ্যাম্পু কোনটি ?

আপনার চুলের ধরণ অনু্যায়ী সঠিক শ্যাম্পু নির্বাচন করা একটি বিভ্রান্তিকর প্রচেষ্টা হতে পারে।কারণ চুলের নানা রকম ধরন রয়েছে, কারও চুল ঘন, কারও পাতলা, কারো মোটা, রুক্ষ, সিল্কি আবার কারওটা মিশ্র যা আমদের অনেক বিভ্রান্তি সৃষ্টি করে , কি ধরনের শ্যাম্পু ব্যাবহার ভাল হবে আর কোনটা নয় ।সঠিক শ্যাম্পু নির্ধারণ করা অনেক গুরতপুর্ণ কারণ প্রতিদিনের ধুলোবালি, ময়লা থেকে চুল পরিষ্কার করতে এবং সহজেই চুলে আকর্ষণীয় ভাব নিয়ে আসতে শ্যাম্পু অতুলনীয়।বাজারে বিভিন্ন রকমের শ্যাম্পু পাওয়া যায় সব রকম চুলের জন্য একই ধরনের শ্যাম্পু কার্যকর নয়। চুলের সুস্বাস্থ্য অটুট রাখতে  স্ক্যাল্পের দিকেও নজর দেওয়া জরুরি। জেনে নেয়া যাক স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী, কিভাবে সঠিক শ্যাম্পু  নির্বাচন করবেন ?

নরমাল চুল

চুলে যদি কোন রুক্ষ ভাব ও অতিরিক্ত তেল চিটচিটে ভাব না থাকে এবং চুলের ময়েশ্চার ঠিক পরিমাণে থাকে ।বেশি সমস্যা না থাকে  আর সহজে মেনটেইন করা যায় তাহলে  আপনার চুল নরমাল। যাদের চুল নরমাল তারা সাধারণত সব ধরনের শ্যাম্পুই ব্যবহার করতে পারেন। তারপরেও এমন শ্যাম্পু বাছাই করুন যা  PH ব্যালেন্সড,প্যারাবেন আর সালফার ফ্রী।

তৈলাক্ত চুল

তৈলাক্ত চুলের স্ক্যাল্পে সবসময় তেলচিটচিটে ভাব থাকে ।অতিরিক্ত সিবাম তৈরিএই তৈলাক্ত চুলের জন্য দায়ী।এই রকম চুলে নিয়মিত শ্যাম্পু করতে হবে ।তৈলাক্ত চুল ধোয়ার জন্য হালকা শ্যাম্পু ব্যবহার করতে হবে যা অতিরিক্ত তেল অপসারণ করতে পারে। এমন শ্যাম্পু বাছাই করুন যার মধ্যে এই  উপাদানগুলি রয়েছে টি ট্রী অয়েল,স্যালিসিলিক অ্যাসিড এবং সালফার।

শুষ্ক চুল

শুষ্ক চুলের ত্বক বেশির ভাগ সময় রুক্ষ হয়ে থাকে এর কারন চুলে ঠিক মত তেল উৎপাদন না হওয়া।চুলে যেমন বেশি তেল থাকাও ঠীক নয় আবার কমও ভালো নয় এর ফলে চুল রাফ হয়ে যায় , চুল ময়েশ্চারাইজড হয় না।এধরনের চুলের জন্য ময়েশ্চার প্রোভাইডিং শ্যাম্পু প্রয়োজন। যাতে আর্গান ওয়েল, নারকেল তেল, শিয়া বাটার বা গ্লিসারিনের মতো ময়শ্চারাইজিং উপাদান থাকবে ।আপনার চুল রুক্ষ হয়ে যাওয়া এড়াতে সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যাবহার  করুন।শ্যাম্পুর পর অব্যশই কন্ডিশনার ব্যাবহার করুন।

কোঁকড়া চুল

কোকড়ানো চুলে  সাধারণত ফ্রিজিনেস টা বেশি  হয়ে থাকে ফলে প্রায় তাঁদের চুল শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় ভুগতে হয় ।হেয়ার এক্সপার্টরা বলেন ,একটি অ্যালকোহল এবংসালফেট-মুক্ত শ্যাম্পু বেছে নিতে কারণ সালফেটগুলি আপনার চুলের  প্রাকৃতিক তেলের ক্ষয় করতে পারেএবং কার্ল গঠনে বাধা দেয়।

রঙিন চুল

চুলের রঙের যত্নের জন্য শ্যাম্পুগুল  সালফেট ক্লিনজার থেকে মুক্ত হওয়া উচিত, যা রঙ নষ্ট করে ফেলতে পারে এবং সিলিকন যা চুলের রঙকে নিস্তেজ করে দিতে পারে। চুলের রঙ এর সুরক্ষার জন্য, রঙ নিয়ন্ত্রণ করে এমন শ্যাম্পু এবং  কন্ডিশনার ব্যাবহার করুন।

Content Developer : Nahida Akter

Share

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *