আমরা মেয়েরা ইদানীং ক্যারিয়ার নিয়ে বেশ আটকে যাচ্ছি। পড়াশোনা, জব, বিয়ে এ পর্যন্ত সব ঠিক থাকে। বেবি হওয়ার পর অনেক মেয়েকে রাস্তা বদলে ফেলতে হয় । কারণ, আমরা আর যাই করি না কেন, বাচ্চার অযত্ন মেনে নিতে পারি না। যদি বাচ্চা সামলানোর জন্য সহায়ক মানুষ পাওয়া যায়, তো অনেকেই কোন মতে তাল সামলে চলেন। আর যদি পাওয়া না যায়, তখন আমরা বিনা বাক্যব্যায়ে আমাদের কাজ কেই বিসর্জন দেই।আসলে বিষয় টা গল্পের মতো এতো সহজ ও সাবলীল নয়। এজন্য পরবর্তীতে ফ্রিল্যান্সিং বা ঘরে বসে কাজ খুঁজতে থাকি। “ফ্রিল্যান্সিং” বলতে কিন্তু, নির্দিষ্ট কোন একটা কাজ বোঝায় না। যে কোন কাজই যখন আপনি শুধুমাত্র নিজের দক্ষতা বলে, নিজের সুবিধা মতো বাড়ি থেকে করতে পারবেন সেটাই ফ্রিল্যান্সিং হতে পারে। এরমধ্যে লেখালেখি বা কন্টেন্ট রাইটিং ও পড়ে।
কন্টেন্ট রাইটিং অবশ্যই একটা ক্রিয়েটিভ কাজ। এটা সবাই পারবেন না, তা নয়। একটু লেখালেখির অভ্যাস যাদের আছে, তাদের জন্য সুবিধা হবে। কারণ ,লেখার কাজ কেউ কাউকে শেখাতে পারে না। তবে কিভাবে লিখতে হয়? কোন কোন জায়গায় লেখার চাহিদা আছে? আপনি কি বিষয় নিয়ে লিখতে পারেন? এই লেখা পরবর্তীতে কিভাবে আপনার কাজ হতে পারে, এই বিষয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। যেমন – কি লিখবো? গল্প বা কবিতা? না। কন্টেন্ট লিখবেন।
কন্টেন্ট কি? ইন্টারনেটে আমরা যে লেখা গুলো পড়ি, সবই কন্টেন্ট। আমরা অনেকে শুধু ভিডিও কেই কন্টেন্ট মনে করি। কেউ যদি ভিডিও বানাতে পারে, এডিট করতে পারে, সেটাই শুধুমাত্র কন্টেন্ট হতে পারে। আসলে তা নয়। ইন্টারনেট থেকে আমরা যা যা তথ্য পড়ি, জানতে পারি তা সবই কেউ না কেউ লিখছে। সেটা হয়তো গল্প, কবিতা বা উপন্যাস। কোন একটা বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাইলে আমরা গুগলে সার্চ করি। গুগল আমাদের অনেক গুলো লিংক এনে দেয়। পছন্দ মতো লিংক থেকে আমরা বিস্তারিত তথ্য জানতে পারি। কোন ইতিহাস, পুরনো বা নতুন কোন নিউজ, কোন বিশিষ্ট ব্যক্তি বা দেশ বা কোন ঐতিহাসিক ঘটনা সম্পর্কে জানতে পারি ইন্টারনেট থেকে। কোন বিউটি টিপস প্রয়োজন বা বিষয় ভিত্তিক পড়াশোনা অথবা কোন রোগ ব্যাধি নিয়ে বিস্তারিত জানতে চাওয়া, বাচ্চা লালন পালন, ফিটনেস বা বিভিন্ন দেশি বিদেশি রান্না ইত্যাদি মনের মধ্যে যাই প্রশ্ন আসুক আমরা খুঁজতে চলে যাই শুধুমাত্র ইন্টারনেট বা গুগলে। আর গুগল ও আমাদের সব প্রশ্নের প্রায় সর্বোচ্চ উত্তর এনে দেয়, তাও আবার অনেক গুলো মাধ্যম( ওয়েব লিংক) সহকারে। যেন প্রয়োজন পড়লে সেই ওয়েব লিংক এ সরাসরি যেয়ে আরও বিস্তারিত পড়াশোনা করতে পারি।
এই যে এক সুবিশাল তথ্য ভান্ডার তৈরি হয়েছে ইন্টারনেটের, তার যাবতীয় যা যা তথ্য সবই কন্টেন্ট। এই কন্টেন্ট লেখার কাজ টাই আপনি করতে পারেন ঘরে বসে, আপনার সুবিধা মতো সময়ে। যার পেমেন্ট ও পেতে পারেন নিয়মিত। এই লেখার কাজ শুরু করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করবেন সে বিষয়ে গাইড লাইন দরকার আর দরকার প্রচুর পড়াশোনা এবং লেখার অনুশীলন। আপনার যদি লিখার কিছুটা অভ্যাস ও থাকে তাহলে অনুশীলনের মাধ্যমে সেটাকে আরও দক্ষ করে তুলতে পারবেন। বিস্তারিত ধারণা পাওয়ার জন্য যদি গাইড লাইন খুঁজে থাকেন, তাহলে Content writting with Azanta page follow করতে পারেন ও ভিসিট করতে পারেন ওয়েবসাইট https://www.contentwritingwithazanta.com ।
অজন্তা আপু নিজে একজন ইন্টান্যাশ্নাল রাইটার পাশাপাশি একজন ট্রেইনার। যারা লেখালেখি নিয়ে কাজ করতে চান বা শিখতে চান তারা আপুর পেজ নক দিয়ে সরাসরি যোগাযোগ করে কোর্স করতে পারেন। আমি নিজে ও অজন্তা আপুর স্টুডেন্ট। প্রতি ২ মাস অন্তর অন্তর ১৫ দিনের কোর্স থাকে আপুর। যারা তার স্টুডেন্ট, তাদের জন্য আজীবন মেম্বারশিপ থাকে এই ওয়ার্কশপ গুলো তে অংশ গ্রহণ করার।নিজেকে নতুন করে দাঁড় করানোর জন্য আপনি ও নিজেকে যাচাই করতে পারেন।

